ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাগুরায় যৌন নিপীড়নের শিকার শিশুটির এখনও জ্ঞান ফেরেনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৬, ৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটির অবস্থা এখনও অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন তার মামা। এখনও তার জ্ঞান ফেরেনি। কৃত্রিম উপায়ে চলছে তার শ্বাস-প্রশ্বাস।

শিশুটিকে এতোদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউতে চিকিৎসা দেয়া হলেও শনিবার সন্ধ্যার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।

শিশুটির মামা জানিয়েছেন, ঢাকা মেডিকেলে শিশুটিকে দেখতে অসংখ্য মানুষ আইসিইউতে ভিড় করায় শিশুটির সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছিল।

এমন অবস্থায় তাকে সিএমএইচে নেয়ার সিদ্ধান্ত হয়। ওই হাসপাতালেও শিশুটি আইসিইউতে চিকিৎসাধীন আছে। তার অবস্থার কোন পরিবর্তন হয়নি বলে চিকিৎসকরা তার আত্মীয়দের জানিয়েছেন।

আজ রোববার তার সর্বশেষ শারীরিক পরীক্ষার রিপোর্ট দেয়ার কথা রয়েছে। শিশুটির চিকিৎসায় চার সদস্যের একটি মেডিকেল বোর্ড কাজ করছে।

এদিকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় চার আসামীর সবাইকে গ্রেফতার করেছে পুলিশ। আসামীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন নিহতের পরিবার। এক্ষেত্রে তারা কোন আপোষ করবেন না বলে জানিয়েছেন।

গত বুধবার (৫ মার্চ) রাতে বোনের শ্বশুর বাড়িতে ধর্ষণের শিকার হয় শিশুটি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি