ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও সম্পাদক আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ৪ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও সম্পাদক  সৈয়দ ফাহিম মুনায়েম আর নেই।

বুধবার ভোরে নিজ বাসায় হৃদ-আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স ছিল ৬৫ বছর। তার মরদেহ স্কয়ার হাসপাতালে রাখা হবে। সন্তানরা বিদেশ থেকে ফেরার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। সৈয়দ ফাহিম মুনায়েম মাছরাঙ্গা টেলিভিশনের আগে ডেইলী ষ্টারে নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করেন। ২০০৭ সালে তত্তাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার  প্রেস সচিব হিসেবে তার দায়িত্ব পালন করেন। তিনি জাপানে বাংলাদেশের প্রেস মিনিষ্টারও ছিলেন। তার বাবা খ্যাতনামা সাংবাদিক সৈয়দ নুরুদ্দিন দৈনিক সংবাদের বার্তা সম্পাদক ছিলেন। তিনিও সংবাদের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি