ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাছে ফরমালিন সনাক্তকরণ দ্রবণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৫:১৮, ১২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ব্যাবহার পদ্ধতি

মাছে ফরমালিন সনাক্তকরণ কিট বক্সের ভিতরে পরীক্ষার জন্য তিনটি দ্রবণ, একটি ড্রপার, তিনটি. গ্লাস টিউব এবং একটি ব্যবহারবিধি সরবরাহ করা হয়েছে। ফরমালিন পরীক্ষার জন্য মাছটিকে অল্প পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ড্রপারের সাহায্যে ২ ড্রপার (২.৫ মি.লি) মাছ ধোয়া পানি একটি টিউবে নিয়ে পর্যায়ক্রমে ৩০ সেকেন্ড অন্তর। দ্রবন-১, দ্রবন-২ এবং দ্রবন-৩ থেকে ১৫ ফোটা করে দিতে হবে। তৃতীয় দ্রবন দেওয়ার পরে যদি টিউবের পানির রং পরিবর্তত হয়ে গোলাপী অথবা লাল রং হয় তাহলে বুঝতে হবে মাছে ফরমালিন আছে।

আর যদি রং অপরিবর্তিত থাকে তাহলে বুঝতে হবে মাছে ফরমালিন নেই। একটি কিট বক্স দ্বারা প্রায় ৩০টি নমুনা পরীক্ষা করা যায় এবং নির্ণয় মাত্রা ৫ পিপিএম।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি