ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪

মাছে মড়ক আর পানি দূষণের কারণ অনুসন্ধানে নেমেছে বিশেষজ্ঞরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ২২ এপ্রিল ২০১৭

সুনামগঞ্জে হাওরগুলোতে মাছে মড়ক আর পানি দূষণের কারণ অনুসন্ধানে নেমেছে বিশেষজ্ঞরা। তারা বলছেন, পানিতে অক্সিজেনের পরিমান কমে যাওয়ায় এমন সমস্যা হতে পারে। এদিকে, অকাল বন্যায় ফসল হারিয়ে, মাছের মড়কে আগামী দিনগুলো দিয়ে উদ্বেগ-উৎকন্ঠায় কৃষক ও জেলেরা।
অকাল বন্যায় বাধ ভেঙ্গে তলিয়ে যায় হাওরের কাঁচা ধান। পচে দূষিত করে হাওরের পানি। মাছে দেখা দেয় মড়ক।
হাওরে মাছের মহামারি আর পানি দূষণের কারণ জানতে কাজ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের বিশেষজ্ঞরা। ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করে দেখেছেন, পানি, মরা মাছ, জলজ জীব ও উদ্ভিদ। তারা বলছেন, উদ্বিগ্ন হবার কারণ নেই।
হাওরের পানি ও মাছ পরীক্ষা করে দেখছেন মন্ত্রণালয় এবং সরকারি ৩টি সংস্থার বিজ্ঞানীরাও। তাদের পরামর্শ আপাতত মাছ ধরা বন্ধ রাখা।
এদিকে, ২০ টি হাওরে মড়কে এরিমধ্যে মারা গেছে ৪৪ টন মাছ মারা গেছে। এতে উদ্বিগ্ন জেলে সম্প্রদায়। ফসল হারিয়ে দিশেহারা প্রান্তিক কৃষক।
জেলার মৎস্য অফিস বলছে, মাছ মরে যাওয়ার হার কমেছে। তালিকা করা হচ্ছে ক্ষতিগ্রস্তদের।

 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি