ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

মাঠ পরিষ্কার হলেই কাদের সাহেবকে খেলার আমন্ত্রণ জানাবো: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২৫, ২০ সেপ্টেম্বর ২০২৪

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার সরকার বর্তমানে দেশের ময়লা আবর্জনা পরিষ্কার করছে। মাঠ পরিষ্কার হলেই ওবায়দুল কাদের সাহেব খেলার আমন্ত্রণ জানাবো, আসেন আগামীতে খেলা হবে।

বৃহস্পতিবার শেষ বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজনে মিনি স্টেডিয়ামে সম্প্রতি ও গণতন্ত্র রক্ষা এবং শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এক জনসভায় এ কথা বলেন তিনি। 

এসময় তিনি বলেন, ব্যাংক লুটেরাদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। বলেন, ”গত ১৬ বছরে দেশের সব ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে বিদেশে পাচার করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। সব টাকা লুট করে দেশের অর্থনীতিটা ধ্বংস করেছে দিয়েছে। শেখ হাসিনা দেশটাকে বাপ দাদার জমিদারি মনে করেছিলো। যখন ইচ্ছা মানুষকে ধরে নিয়ে গিয়ে গুম করে রাখতো না হলে হত্যা করতো। ইলিয়াস আলী সহ গুম হওয়া নেতাকর্মীর সন্তান স্বজনরা এখনো তাদের পথ চেয়ে আছে।”

বিএনপির মহাসচিব আরো বলেন, আওয়ামী লীগ মানুষকে ভোট দিতে দেয় নি। তাদের স্লোগান ছিল আমার ভোট আমি দেবো তোমার ভোটও আমি দেবো। তারা দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে। আল্লাহ তাদের বিচার করেছেন।

তিনি আরো বলেন, বর্তমান প্রধান উপদেষ্টা ড. ইউনুস একজন সার্বজনীন ব্যক্তিত্ব। তিনি নোবেল বিজয়ী। সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান করে অথচ শেখ হাসিনা তার নামে মামলা দিয়ে তাকেও জেলে পাঠাতে চেয়েছিলেন। আল্লাহর কি বিধি বাম তিনি নিজেই এখন দেশ ছাড়া হয়েছে। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি