ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মাতারবাড়ি থেকেই গ্রিডে যুক্ত হবে ১২শ’ মেগাওয়াট (ভিডিও)

আবদুল আজিজ, কক্সবাজার থেকে

প্রকাশিত : ১১:২৬, ১১ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১১:২৮, ১১ ডিসেম্বর ২০২২

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। এ প্রকল্পের ফলে ২০২৪ সালের শুরুতে ১২শ’ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এরইমধ্যে দুটি জেটিসহ প্রকল্পের ৮৮ শতাংশ কাজ শেষ হয়েছে। 

২০১৭’র আগস্টে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের উদ্যোগে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয়। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করছে। 

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্র বন্দরের মোট আয়তন ১ দশমিক ৬৮ একর। প্রকল্পের বর্ধিত ব্যয় ৫১ হাজার ৮৫৪ কোটি ৮৮ লাখ টাকা। প্রতিদিন প্রায় সাড়ে ১০ হাজার মানুষ বিদ্যুৎ কেন্দ্র ও সার্বিক অবকাঠামো নির্মাণের কাজ করে যাচ্ছেন।

শিগগির এই বিদ্যুৎকেন্দ্র বাণিজ্যিক উৎপাদনে যাবে বলে জানান এই কর্মকর্তা।

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (তড়িৎ) মো. আবু রায়হান সরকার বলেন, “

এখানে প্রতিদিন ১০ হাজার মেট্রিক টন কয়লা দরকার হবে। আগামী বছরের মে মাসের পর বিদেশ থেকে কয়লা আসবে মাতারবাড়িতে। প্রাথমিকভাবে আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করবে সরকার।

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো. মিজানুর রহমান বলেন, “

নির্ধারিত সময়েই মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ শেষ হবে, আশাবাদী জেলা প্রশাসন। 

কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, “

তিনি বলেন, ২০২৪ সালের জানুয়ারি মাসে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ৬শ’ ইউনিট এবং জুলাই মাসে দ্বিতীয় ৬শ’ মেগাওয়াটের ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি