ঢাকা, রবিবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৫

মাত্র ২ সদস্যের বাংলাদেশি ফার্ম পায় ২৯ মিলিয়ন ডলার, যার নামও কেউ শুনেনি: ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০২, ২২ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ২১:০৪, ২২ ফেব্রুয়ারি ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের নেয়া একটি প্রকল্প থেকে ২৯ মিলিয়ন ডলার দেয়া হয়েছিল। এই অর্থ এমন একটি প্রতিষ্ঠানে দেয়া হয়েছে যার নাম কেউ কখনো শোনেনি, আর সেখানে কাজ করেন মাত্র দুইজন কর্মী।

স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান ‘গভর্নরস ওয়ার্কিং সেশনে’ এ কথা জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে শক্তিশালী করার জন্য ২৯ মিলিয়ন ডলার দেয়া হয়। এমন একটি ফার্মে তা দেয়া হয়েছে যার নাম কেউ কখনও শোনেনি। তাদের সেই ফার্মে দুজন লোক কাজ করত। নিশ্চিয়ই তারা অনেক খুশি। কারণ তারা অনেক ধনী।’

এ নিয়ে বিদ্রূপও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তাদের খুব শিগগিরই কোনো বিখ্যাত বিজনেস ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা যাবে। মহাপ্রতারক হিসেবে!
 
তার আগে ভারতের একটি প্রকল্পের কথাও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ২১ মিলিয়ন ডলার দেয়া হয়েছিল। কিন্তু আমাদের দেশে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য কেন নয়? আমিও তো চাই এখানে ভোটার বেশি আসুক।’
 
প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা ইউএসএআইডির অর্থায়ন বাতিল করে ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতাবিষয়ক বিভাগ (ডিওজিই)। এর আওতায় বাংলাদেশের 'রাজনৈতিক পরিমণ্ডল' শক্তিশালী করতে ২৯ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি বাতিল করা হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি