ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

মাত্র ২০ ম্যাচ খেলেই শীর্ষে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৬, ২৫ জানুয়ারি ২০২৩

মোহাম্মদ সিরাজ

মোহাম্মদ সিরাজ

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই ওয়ানডে অভিষেক ঘটে হায়দরাবাদের ডানহাতি পেসার মোহাম্মদ সিরাজের। ২০১৯ সালের ১৫ জানুয়ারি অনুষ্ঠিত সে ম্যাচে ১০ ওভারে ৭৬ রান হজম করেন সিরাজ। কোনো মেডেন তো দূরে থাক, উইকেটও ছিল শূন্যের ঘরে। সে ম্যাচে মাঠে নামা সিরাজের বোলিং র‍্যাঙ্কিং ছিল ২৬৩তম।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চরম বাজে পারফরম্যান্সের কারণে বোলারদের র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে সিরাজের অবস্থান দাঁড়ায় ২৭৯-তে। অজিদের বিপক্ষে সিরাজের পারফরম্যান্স এতটাই বাজে ছিল যে, সেদিনই ওয়ানডেতে সিরাজের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেন অনেকে। এমনকি তাকে ওয়ানডে ফরম্যাটে আরেকবার সুযোগ পেতে অপেক্ষা করতে হয় হাজার দিনেরও বেশি।

অবশেষে গত বছরের ৬ ফেব্রুয়ারি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও ওয়ানডেতে সুযোগ পান সিরাজ। এরপর কেবল উত্থানই সঙ্গী করেছেন এই ডানহাতি পেসার। এক বছর না পেরোতেই ২০টি ম্যাচ খেলে ফেলেন ভারতীয় এই পেসার। সেই সঙ্গে ২৭৯তম অবস্থান থেকে বড় বড় তারকা বোলারদের পেছনে ফেলে বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন হায়দরাবাদের এই যুবক।

৭২৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে বসা সিরাজ পেছনে ফেলেছেন ট্রেন্ট বোল্ট, জস হ্যাজলউডের মতো তারকাদের। এরমধ্যে দীর্ঘদিন শীর্ষে থাকা বোল্ট গত বছরের সেপ্টেম্বর থেকে মাঠে না নামায় পিছিয়ে নেমে গেছেন তিনে। দুইয়ে আছেন হ্যাজলউড। গত বছর থেকে এখন পর্যন্ত ২০ ম্যাচ খেলে সিরাজ শিকার করেছেন ৩৮ উইকেট। 

তবে কেবল এই পরিসংখ্যান দিয়েই সিরাজের শ্রেষ্ঠত্ব প্রমাণ সম্ভব নয়। এই সময়ের মধ্যে ওয়ানডের প্রথম পাওয়ার-প্লেতে সিরাজের চেয়ে বেশি উইকেট পাননি আর কেউই। এই সময়ে তিনি ২৫ উইকেট শিকার করেছেন পাওয়ারপ্লেতে।

এ ছাড়াও ২০২০ এর পর থেকে দুই বছর না খেললেও ২০২০ থেকে সিরাজের চেয়ে বেশি মেডেন নিতে পারেননি আর কোনো ভারতীয় পেসার। গত এক বছরে ২০ ম্যাচ খেলে সিরাজ মেডেন নিয়েছেন ১৭টি। অথচ ২০২০ সাল থেকে খেলেও সিরাজের পরের অবস্থানে থাকা শার্দুল ঠাকুর মেডেন নিয়েছেন মাত্র ৯টি।

গত বছরের ডিসেম্বরে সিরাজের অবস্থান ছিল ১৮তম। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে উঠে এসেছিলেন তিনে। কিউইদের বিপক্ষে ২ ম্যাচে ৫ উইকেট নিয়ে একেবারে শীর্ষে জায়গা করে নিলেন মোহাম্মদ সিরাজ।

শুধু ওয়ানডেতেই নয়, টেস্ট ও টি-টোয়েন্টিতেও সমান কার্যকরী সিরাজের ক্ষুরধার বোলিং। যেখানে সাদা পোশাকে ১৫ ম্যাচে নিয়েছেন ৪৬ উইকেট আর ৮ টি-টোয়েন্টিতে সিরাজের শিকার ১১টি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি