ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

মাথা গোজার ঠাঁই পেলেও অর্থকষ্টে হাসমত আলীর পরিবার

প্রকাশিত : ০৯:৩৪, ১৪ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:৩৪, ১৪ আগস্ট ২০১৬

বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য জমি কিনে তাঁদের প্রতি ভালবাসার প্রতিদান হিসেবে মাথা গোজার ঠাঁই পেলেও অর্থকষ্টে পড়েছে ময়মনসিংহের গফরগাঁওয়ের প্রয়াত হাসমত আলীর পরিবার। পাশাপাশি বাড়িটিতে ফাটল দেখা দেয়ায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা। ‘হাসমত ভিলা’, গফরগাঁওয়ের খারুয়াবড়াইল গ্রামের এই বাড়িটি স্থানীয় আওয়ামী লীগ কর্মী মৃত হাসমত আলীর পরিবারের জন্য ২০১১ সালে তৈরী করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু প্রেমী হাসমত আলী, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার খবরে ভাবনায় পড়ে যান তাঁর দুই মেয়ের জন্য। কিভাবে চলবেন, কোথায় থাকবেন তাঁরা। সে ভাবনা থেকেই রিক্সা চালিয়ে গফরগাঁওয়ে জমি কেনেন তাঁদের জন্য। এর ২ বছরের মাথায় মারা যান হাসমত আলী। খবরটি জেনে, সে জমিতেই হাসমতের পরিবারের জন্য বাড়ি করে গ্রামটিতে আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করে দেন প্রধানমন্ত্রী। শুধু তাই না, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে প্রতি মাসে ৩ হাজার টাকা ভাতাও দেয়া হয় হাসমতের স্ত্রী রমিজা খাতুনকে। কিন্তু সীমিত এ টাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন রমিজা। এদিকে বাড়িটির বিভিন্নস্থানের দেয়ালে ফাটল দেখা দেয়ায় উদ্বিগ্ন পরিবারের সবাই। এ অবস্থায় পরিবারটিকে আর্থিক সহায়তা দিতে এরইমধ্যে স্থানীয় অনেকেই এগিয়ে এসেছেন। প্রধানমন্ত্রীর কাছেও সাহায্যের দাবি জানিযেছেন তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি