ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাথা ফেটে রক্তাক্ত ইরানি গোলকিপার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২০, ২১ নভেম্বর ২০২২ | আপডেট: ২১:২২, ২১ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচেই জোড়া ধাক্কা খেল ইরান। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একের পর এক ধাক্কা খেল এশিয়ার এই দল।

একে তো গোলের মালা হজম করার লজ্জা, এর মধ্যে খেলার আট মিনিটে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন গোলকিপার আলিরেজা বেইরানভান্দ। নিজের দলের ডিফেন্ডার মাজেদ হুসেইনির সঙ্গে মাথায় মাথায় ধাক্কা লাগে তার। ফলে ১৫ মিনিট খেলা বন্ধ থাকে। 

প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠ ছাড়তে চাইছিলেন না আলিরেজা। ডাগ আউট থেকে কোচও নির্দেশ দিচ্ছিলেন যাতে গোলকিপার বদলে ফেলা হয়। বদলি গোলকিপার হোসেন হোসেইনিকে নিজেকে প্রস্তুত রাখছিলেন। কিন্তু আলিরেজা ছাড়তে চাইছিলেন না মাঠ। খেলবেন বলে পাল্টে ফেলেন রক্তাক্ত জার্সি।

কিন্তু মাথার আঘাতটি গুরুতর হওয়ায় মিনিট দুয়েকের মাথায় আর দাঁড়াতেই পারলেন না এই ইরানিয়ান। ফলে ফের মাঠে শুয়ে পড়া এই গোলকিপারকে মাঠ ছাড়তে হল স্ট্রেচার করেই।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি