ঢাকা, শুক্রবার   ২৮ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মাদককারবারিকে আটকের পর ছেড়ে দেবার প্রতিবাদে সড়ক অবরোধ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪০, ২৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরের বোয়ালমারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটকের পর ছেড়ে দেবার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাশী এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ ও মানববন্ধন পালিত হয়।

খবর পেয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

উল্লেখ্য, সোতাশী এলাকার চিহ্নিত মাদক কারবারি ইসলাম কাজীকে সোমবার রাতে ইয়াবাসহ আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটকের পর ওই রাতেই ছাড়া পেয়ে গ্রামবাসীর উপর হামলা চালায় মাদক কারবারিরা। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি