ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘মাদকমুক্ত দেশ গড়ার অঙ্গীকার’

প্রকাশিত : ১২:৫৬, ১৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৫৬, ১৪ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

নতুন বছরে মাদকমুক্ত দেশ গড়ার অঙ্গীকারের কথা জানালেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। বিজিবি সদর দপ্তরে পহেলা বৈশাখে আয়োজিত মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সেসময় তিনি বলেন, দেশের সীমান্ত এলাকা দিয়ে মাদক আসার সকল রুট বন্ধে কোম্পানী কমান্ডারদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া পার্র্শ্ববর্তী দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সম্পর্ক আরও সুসংহত হচ্ছে বলেও জানান বিজিবি মহাপরিচালক। পরে বিজিবি সদর দপ্তরে আয়োজিত মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি