ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বাংলামোটরে তিন বছরের ছেলেকে খুন

‘মাদকাসক্ত’ বাবা আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ৫ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৪৬, ৫ ডিসেম্বর ২০১৮

রাজধানীর বাংলামোটরের একটি বাসার ভেতরে সাফায়েত নামে তিন বছরের ছেলেকে মেরে কাফনের কাপড় পরিয়ে টি টেবিলের ওপর রেখেছেন শিশুটির বাবা নুরুজ্জামান কাজল। আর বড় সন্তানকে বুকে জড়িয়ে হাতে রামদা নিয়ে বসেছিলেন। এ ঘটনার ছয় ঘণ্টা পর অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ। পাশাপাশি বাবার হাতে জিম্মি হওয়া অপর ছেলে সুরায়াতকে উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে বাংলামোটরের ১৬ লিংক রোডের একটি বাসার দ্বিতীয় তলায় এ খুনের ঘটনা ঘটে। এ খবর পেয়ে র‌্যাব-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বাসাটি ঘিরে রাখে। বাসার ভেতরে রামদা নিয়ে অবস্থায় নেওয়ায় পুলিশের পক্ষে নুরুজ্জামানকে ধরতে বেগ পেতে হয়। এর ছয় ঘণ্টা পর অভিযুক্ত বাবাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

অভিযুক্ত নুরুজ্জামানের ভাই উজ্জ্বল সাংবাদিকদের বলেন, বাংলামোটরের এ বাসায় দুই শিশুসন্তান সাফায়েত ও সুরায়েতকে নিয়ে থাকেন তার ভাই। অনেক দিন ধরে মাদকাসক্ত থাকায় তার দুই স্ত্রীর কেউ তার সঙ্গে থাকেন না। তবে কি কারণে এ খুনের ঘটনা তা তিনি জানাতে পারেননি।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি