ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মাদাম তুসোয় বরুণ ধাওয়ানের মূর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ১৭ অক্টোবর ২০১৭

সবচেয়ে কমবয়সী ভারতীয় হিসেবে মাদাম তুসো ওয়াক্স মিউজিয়ামে স্থান পাচ্ছেন  বরুণ ধাওয়ান। মহাত্মা গান্ধি, নরেন্দ্র মোদী, অমিতাভ বচ্চনের পর হংকং-এর মাদাম তুসো ওয়াক্স মিউজিয়ামে বসতে চলেছে তাঁর মূর্তি।

মাদাম তুসো হংকং-এক অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানায়, চতুর্থ ভারতীয় হিসেবে স্থান পাচ্ছেন তিনি।   

ইতিমধ্যেই তার মাপ নিয়ে গিয়েছেন বিশ্ববিখ্যাত এই ওয়াক্স মিউজিয়ামের একটি প্রতিনিধি দল।

নিজের উত্তেজনা চেপে রাখতে পারেননি বরুণও। টুইটারে জানিয়েছেন এ কথা। ২০১৮-র প্রথম দিকে বরুণ ধাওয়ানের মোমের মূর্তি উন্মোচন করা হবে।

পাঁচ বছর হয়েছে বলিউডে পা রেখেছেন বরুণ। কিন্তু একের পর এক হিট সিনেমা তাকে এই অল্প সময়ের মধ্যেই পৌঁছে দিয়েছে মাদাম তুসোয়।

 

সূত্র : এনডিটিভি

 

এসএ/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি