ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন নূর আলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১২, ২৮ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি মোহা. নূর আলী মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। বাংলাদেশের শিল্প এবং সমাজকর্মে অবদান রাখায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। রবিবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউনিক গ্রুপ।

ইউনিক গ্রুপ জানিয়েছে, শনিবার দুবাইয়ের কনরাড হোটেলে এ পুরস্কার প্রদান করা হয়।

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি এবং অল ইন্ডিয়া মাইনরিটি অ্যান্ড উইকার সেকশন কাউন্সিল যৌথ উদ্যোগে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে।

অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রসঙ্গে মোহা. নূর আলী বলেন, মর্যাদাপূর্ণ মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে তিনি গভীরভাবে সম্মানিতবোধ করছেন। তিনি বলেন, “ দুবাইতে এই সম্মান পেয়ে আমি রোমাঞ্চিত ও অভিভূত। প্রখ্যাত এ পুরস্কারটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের সাবেক প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রয়াত শ্রী জ্যোতি বসুসহ অনেক সম্মানিত ব্যক্তিকে দেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে মোহা. নূর আলী বলেন, মাদার তেরেসা বিশ্বের দরিদ্র মানুষের জন্য বাতিঘর ছিলেন। তিনি দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে তার পুরো জীবন উৎসর্গ করেছেন। তিনি সব বর্ণ ও ধর্মের মানুষকে ভালোবাসতেন।

বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলী বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থানের অর্থনীতিতে ভূমিকা রাখছে। নূর আলী ফ্যামিলি ট্রাস্ট ও সেলিনা নূর চ্যারিটেবল ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের সেবা করতে হাসপাতাল, স্কুল এবং কর্তৃপক্ষের বিভিন্ন কল্যাণমূলক ও জনহিতকর কার্যক্রম পরিচালনা করছেন তিনি।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি