মাদারীপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
প্রকাশিত : ১২:৩৬, ১৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৩৯, ১৩ এপ্রিল ২০২৫

মাদারীপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শনিবার (১২ এপ্রিল) রাতে জেলার রাজৈর উপজেলার রাজৈর বেপারিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২ এপ্রিল রাজৈর উপজেলার কুন্ডুপাড়ার ফুচকা ব্রিজ এলাকায় বাজি ফুটানো নিয়ে কিশোরদের দুই পক্ষের সাথে বাকবিতণ্ডা হয়। পরদিন এর জের ধরে গত ৩ এপ্রিল সকালে জোবায়ের নামের এক কিশোরকে পিটিয়ে ডান হাত ভেঙ্গে দেয় প্রতিপক্ষ কিশোররা।
এ ঘটনায় জোবায়েরের বড় ভাই অনিক খান (৩১) বাদি হয়ে জুনায়েতকে প্রধানসহ ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন।
কিশোরদের মারামারি ও মামলার ঘটনায় দুটি গ্রুপ হয়ে যায়। শনিবার (১২ এপ্রিল) রাতে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। কয়েকঘন্টা ব্যাপি এ সংঘর্ষ চলে। এসময় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র দিয়ে সংর্ঘষের ঘটনা ঘটে।
এসময় রাজৈর বেপারীপাড়ার মোড়ের বাজারের কয়েকটি দোকানপাট লুট ও ভাংচুরের ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ও সেনাবাহিনী এসে ঘন্টাব্যাপী প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দুই ওসি ও অন্তত ১০ পুলিশ কর্মকর্তা-সদস্যসহ ২৫ জন আহত হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমি ও তদন্ত ওসিসহ কমপক্ষে ১০/১২ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া উভয় গ্রামের বেশ কয়েকজন আহত হয়েছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান ওসি।
এএইচ
আরও পড়ুন