ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

মাদারীপুরে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, যুবক আটক

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৫, ২৫ জানুয়ারি ২০২৫

মাদারীপুরে নগদ অর্থ ও স্বর্ণের চেইন লুট করতে গিয়ে ফজিলাতুন্নেছা (৭০) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার দায়ে এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে মাদারীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

তিনি জানান, নিখোঁজের ১০ দিন পর উদ্ধার হওয়া বস্তাবন্দি মরদেহের ঘটনায় গ্রেফতার হওয়া সোহাগ হাওলাদার (২৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
 
ঘটনার বিবরণ দিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১২ জানুয়ারি দুপুরে শিবচর উপজেলার ছোট কুতুবপুর গ্রামের বাসিন্দা বৃদ্ধা ফজিলাতুন্নেছা বাড়ি থেকে পাশের বাজারে বিকাশে টাকা পাঠাতে যান। এরপর তিনি আর ফিরে আসেননি।

পরিবারের পক্ষ থেকে শিবচর থানায় সাধারণ ডায়েরি করা হলে পুলিশ তদন্ত শুরু করে। নিখোঁজের ১০ দিন পর, ২২ জানুয়ারি বিকেলে হোগলার মাঠ থেকে স্থানীয়রা একটি বস্তার ভেতরে ফজিলাতুন্নেছার লাশ উদ্ধার করেন।
 
পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে ঘাতক সোহাগ হাওলাদারকে তার নিজবাড়ি থেকে গ্রেফতার করে। তার কাছ থেকে নিহত বৃদ্ধার মোবাইল ফোন, স্বর্ণের চেইন এবং কানের দুল উদ্ধার করে পুলিশ। সোহাগ শিবচর উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের বাসিন্দা।
 
অতিরিক্ত পুলিশ সুপার জাহাংগীর আলম জানান, গ্রেফতারকৃত সোহাগ অর্থের প্রয়োজনে ফজিলাতুন্নেছাকে হত্যা করার পরিকল্পনা করেন। বৃদ্ধার গলায় থাকা স্বর্ণের চেইনের প্রতি লোভ থেকেই তিনি হত্যাকাণ্ডটি ঘটান। বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার পর লাশ বস্তাবন্দি করে মাঠে ফেলে রাখেন।
 
শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হলে সোহাগ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার পরবর্তী তদন্ত চলমান রয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি