ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

মাদারীপুরে স্কুল ছাত্রী হত্যার ঘটনায় মামলা দায়ের

প্রকাশিত : ১৫:৪১, ১৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:২৯, ১৯ সেপ্টেম্বর ২০১৬

মাদারীপুরে নবগ্রাম হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী নিতু হত্যার ঘটনায় গতকাল রোববার রাতেই মামলা করা হয়েছে। হত্যাকান্ডে জড়িত মিলনকে প্রধান আসামি করে নিহত নিতুর বাবা নির্মল মন্ডল বাদী হয়ে ডাসার থানায় হত্যা মামলা করেছেন। এদিকে অভিযুক্ত মিলনকে আজ আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সকালে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নবগ্রাম হাইস্কুল মাঠে মানববন্ধন করে নিতুর সহপাঠি ও শিক্ষকরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি