ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ২৭ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষ চলছে। এ ঘটনায় এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম আক্তার সিকদার। তিনি বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সংঘর্ষের সূত্রপাত হয়। যা এখনও চলমান।

জানা গেছে, সংঘর্ষে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি