ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

মানজুকিচের গোলে শেষ ষোলোয় জুভেন্টাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ২৮ নভেম্বর ২০১৮

প্রথম লেগে ভ্যালেন্সিয়ার মাঠে ২-০ গোলে জিতেছিল জুভেন্টাস। ফিরতি লেগে ড্র হলেই শেষ ষোলো নিশ্চিত হতো তাদের। তারপরও জিতেছে দলটি। ম্যাচের একমাত্র গোলটি করেন মানজুকিচ।

মঙ্গলবার রাতে নিজেদের মাঠে ‘এইচ’ গ্রুপে ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হারিয়েছে আলেগ্রির শিষ্যরা। পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে সেরা ষোলোয় উঠল প্রতিযোগিতার দুইবারের চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ চালিয়েও গোল শূন্য ড্র নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। আর দ্বিতীয়ার্ধের গোলেই জয় নিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব পেরিয়েছে জুভেন্টাস। ম্যাচের ৫৯তম মিনিটে ম্যাচ জয়ের একমাত্র গোলটি করেন মারিও মানজুকিচ। সতীর্থের ছোট করে বাড়ানো বল ধরে রোনালদোর আড়াআড়ি ক্রসে নিখুঁত টোকায় জাল খুঁজে নেন মানজুকিচ। বাকি সময়ে কোনও দলই সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে স্কোরলাইন ১-০তেই খেলা শেষ হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি