ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের আসামি আব্দুল মজিদ গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ২ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসাাম আব্দুল মজিদকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব। বুধবার মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ১৯৭১ সালের ২১ আগস্ট আব্দুল মজিদসহ রাজাকার বাহিনী নেত্রকোনার পূর্বধলার বাড়হা গ্রামের আব্দুল খালেকসহ ৯ জনকে গুলি করে হত্যা করে। পরে তার লাশ কংস নদীতে ভাসিয়ে দেওয়া হয়।

এছাড়া মজিদ ও তার সহযোগীদের বিরুদ্ধে গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুট, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ ছিল। 

এ ঘটনায় ২০১৪ সালে মুক্তিযোদ্ধা মৃত আব্দুল খালেকের ছোটভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মামলা করেন। 

এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আব্দুল মজিদসহ সাতজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। 

র‌্যাব-৩’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মজিদ ওরফে মজিদ মাওলানা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

মুক্তিযুদ্ধের সময় নেজামে ইসলামির নেতা হিসেবে রাজাকার বাহিনীতে যোগ দেন মজিদ মাওলানা। পরবর্তীতে তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত হন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি