ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনা ও ঢাকা থেকে ৯ জনকে গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৭, ২১ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৩:৫৩, ২১ এপ্রিল ২০১৭

মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনা ও ঢাকা থেকে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে ডুমুরিয়া থেকে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, ১৯৭১ সালের ১৮ মে খুলনার ডুমুরিয়ার বকুলতলা খেয়াঘাটে ১০ জনকে গুলি করে হত্যা করে অভিযুক্তরা। ২০১০ সালে নিহতের স্বজনেরা ১১ জনকে অভিযুক্ত করে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন। এঘটনায় আজ ঢাকা থেকেও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজকে ধরতে অভিযান অব্যহত রয়েছে জানিয়েছে পুলিশ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি