মানবতাবিরোধী অপরাধের মামলায় মোমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রকাশিত : ১৩:৫৪, ১৮ মে ২০১৭ | আপডেট: ১১:০৯, ২৩ মে ২০১৭

মানবতাবিরোধী অপরাধের মামলায় বগুড়া-৩ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদারের বিরুদ্ধেগ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ শাহিনুল ইসলামের নেতৃতাধীন দুই সদস্যের টাইব্যুনাল এ আদেশ দেন। শুনানিতে অংশ নেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। মামলাটি তদন্তাধীন থাকায় তাকে গ্রেফতারের আবেদন জানানো হয়েছে। ২০১৬ সাল থেকে মামলাটির তদন্ত শুরু হয়।
আরও পড়ুন