ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

মানবতাবিরোধী মামলায় নড়াইলের গোলজার ও লোহাগড়ার দাউদ কারাগারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ৫ মে ২০১৭ | আপডেট: ১৮:২৭, ৫ মে ২০১৭

মানবতাবিরোধী মামলায় গ্রেফতার নড়াইলের শেখহাটির গোলজার হোসেন খান এবং লোহাগড়ার দাউদ শেখকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। এর আগে গত রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার মামলা রয়েছে। এছাড়া নাশকতার অভিযোগেও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানায় পুলিশ। গোলজার ও দাউদ শেখ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় নন বলে জানান স্থানীয়রা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি