ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মানবিক কাজ দিয়েই সবার মাঝে থাকতে চাই: সীমান্ত হাসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৬, ১ জানুয়ারি ২০২৩ | আপডেট: ২১:৪৭, ১ জানুয়ারি ২০২৩

পদ পদবী নয়, মানুষের মাঝে মানবিক কাজ নিয়েই থাকতে চাই বলেছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সভাপতি সীমান্ত হাসান।

তিনি বলেন, আমি দীর্ঘ ১৯ বছর ধরে ছাত্র রাজনীতি করেছি। কখনো পদ পদবীর কথা চিন্তা করি নাই। সব সময় বঙ্গবন্ধুর আদর্শে নিজেকে উজ্জীবিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করেছি। ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত বিএনপি জামাত জোট সরকারের আমলে আমি এবং আমার পরিবার অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলাম। এটি জননেত্রী শেখ হাসিনাও অবহিত ছিলেন।

সীমান্ত হাসান বলেন, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করিনা। আমার অনুসারিদের সব সময় একটা কথাই বলি- সব কিছু ভালোবাসা দিয়ে জয় করতে হবে। ভালোবাসা দিয়ে যেটা জয় করা হয়, সেটা চির অম্লান থাকে। আমি বিশ্বাস করি- সাধারণ মানুষের মন জয় করার জন্য পদ পদবী লাগে না, ভালো বা মানবিক কাজ দিয়েই জয় করা সম্ভব। পদ পদবী মানুষকে জনপ্রিয় করেনা, জনপ্রিয় করে তার ভালো কাজ; মানবিক কাজ।

তিনি বলেন, আমি যত দিন দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি ছিলাম ততদিন শুধু দক্ষিণ নয়, যেখানেই মানুষ বিপদগ্রস্ত হয়েছে সেখানেই ছুটে গিয়েছি এবং আমার সামর্থ্য অনুযায়ি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আগামিতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশনায় মানবিক কাজ দিয়ে সকলের কাছে মানবিক সীমান্ত হাসান হিসেবে থাকতে চাই।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি