ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মানবিক নেতা হিসেবে কাজ করে যেতে চান সীমান্ত হাসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪২, ৩০ নভেম্বর ২০২২

দীর্ঘদিন ধরে মানবিক কাজে জড়িত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি সীমান্ত হাসান। আসন্ন আগামী কাউন্সিলে সভাপতি হতে আগ্রহী নন বলে জানিয়েছেন তিনি। সংগঠনে নতুন, স্বচ্ছ, মানবিক, ত্যাগী ও কর্মীবান্ধব নেতৃত্ব তৈরির সুযোগ দিতে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মানবিক এ ছাত্রনেতা পুরো বছর, সারাদেশে বিভিন্ন মানবিক কাজে জড়িত থাকেন। অসহায় গরীব ছাত্র-ছাত্রীদের ফরমফিলাপ করানো থেকে শুরু করে ভর্তি করিয়ে দেয়া পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করেন তিনি। 

এছাড়া অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, অসুস্থ রোগীদের চিকিৎসা ব্যবস্থা, করোনা মহামারিতে ঢাকার বিভিন্ন থানায় খাবার বিতরণ, রোজায় ঢাকা দক্ষিণের সব থানা এবং বাংলাদেশের বিভিন্ন থানায় খাবার বিতরণ করেন তিনি। 

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জননেত্রী শেখ হাসিনার প্রতিটি জন্মদিনে পালন করেন লম্বা কর্মসূচি। ৮ দিন ব্যাপী এসব কর্মসূচিতে রাখেন বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ ও কেক কাটা, শিক্ষা সামগ্রী বিতরণ, ছিন্নমূল শিশুদের খাবার বিতরণ ও এতিমখানা ও মাদ্রাসায় মিলাদ দোয়া ও খাবার বিতরণ করা।    

সীমান্ত হাসানের এসব কাজের জন্য পেয়েছেন মানবিক নেতার খ্যাতি। আগামীতে তিনি মানবিক সংগঠন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে বাকি কাজ করে যেতে চান। 

জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি সীমান্ত হাসান বলেন, নতুন নেতৃত্ব তৈরির সুযোগ দিতে আগামী কমিটিতে থাকতে চাই না। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাইয়ের নির্দেশনায় সংগঠন করতে চাই। আমার মানবিক কাজগুলো এই মানবিক সংগঠনের মাধ্যমে করতে চাই।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি