ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

‘মানসিক অবসাদে’ দুই মাসের ছুটিতে জাহানারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৬, ৭ জানুয়ারি ২০২৫

চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে, উইন্ডিজ সফরে স্কোয়াডে নেই অভিজ্ঞ পেসার জাহানারা আলম। 

জানা গেছে, মানসিক অবসাদের কারণ দেখিয়ে দুই মাসের ছুটি নিয়েছেন জাহানার। বর্তমানে এই ক্রিকেটার অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

বিসিবির সূত্র জানিয়েছে, আপাতত ২ মাস জাতীয় দলের হয়ে খেলবেন না জাহানারা। চাইলে তাকে কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দিতে পারে বলে বিসিবিকে জানিয়েছেন এই ক্রিকেটার।
চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগ্রেসরা। আগামী ১৯ জানুয়ারি ১ম ম্যাচ মাঠে গড়াবে। এই সিরিজে দলে নেই জাহানার আলম। গত মাসে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলেন এই পেসার।

লাল-সবুজের জার্সিতে ৫২টি একদিনের ম্যাচ খেলেছেন জাহানার আলম। তার ঝুলিতে রয়েছে ৪৮টি উইকেট। টি-টোয়েন্টিতে জাহানারার উইকেট সংখ্যা ৬০টি।

এমবি//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি