ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মানহানি মামলায় ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ১৫ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মানহানির মামলায় সমঝোতার অংশ হিসেবে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে এবিসি নিউজ। এই মামলাটি হয় এবিসি নিউজের উপস্থাপক জর্জ স্টেফানোপোলসের করা একটি ভুল মন্তব্যকে কেন্দ্র করে। 

শনিবার তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। 

২০২৪ সালের ১০ মার্চ এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ট্রাম্প "ধর্ষণের জন্য দায়ী" বলে আদালতে প্রমাণিত হয়েছেন। তবে এই দাবি ভুল ছিল। 

২০২৩ সালের একটি নাগরিক মামলায় ট্রাম্পকে কলামিস্ট ই. জিন ক্যারলকে যৌন হয়রানির জন্য দায়ী করা হয়েছিল কিন্তু ধর্ষণের জন্য নয়। 

বিচারক লুইস ক্যাপলান রায়ে উল্লেখ করেন, নিউ ইয়র্ক আইনে ‘ধর্ষণ’এর সংজ্ঞা অত্যন্ত সীমিত, যা সাধারণ ভাষা বা আধুনিক ব্যবহারিক সংজ্ঞার চেয়ে ভিন্ন।

সমঝোতার চুক্তি অনুযায়ী, এবিসি নিউজ ট্রাম্পের প্রতিষ্ঠিত একটি প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন ও মিউজিয়ামে ১৫ মিলিয়ন ডলার দান করবে। এছাড়া ট্রাম্পের আইনি খরচ বাবদ ১ মিলিয়ন ডলার প্রদান করবে। 

এছাড়া ওই সাক্ষাৎকারের জন্য অনলাইন নিবন্ধে একটি দুঃখ প্রকাশমূলক নোট যোগ করবে, যেখানে বলা হবে ‘এবিসি নিউজ এবং জর্জ স্টেফানোপোলস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছে।’

এবিসি নিউজ এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই চুক্তির মাধ্যমে মামলার নিষ্পত্তিতে সন্তুষ্ট। 

প্রসঙ্গত, এটি ট্রাম্পের বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা একাধিক মামলার মধ্যে একটি। এর আগে তিনি সিবিএস, সিএনএন, দ্য নিউ ইয়র্ক টাইমস এবং দ্য ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে মামলা করেছেন। 

তবে এর ফলাফল মিশ্র হয়েছে। ২০২৩ সালে একটি আদালত তার সিএনএন’র বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দেয়, যেখানে তিনি দাবি করেছিলেন নেটওয়ার্কটি তাকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছে। 

অন্যদিকে, সিবিএসের বিরুদ্ধে "প্রতারণামূলক কর্মকাণ্ড" অভিযোগে দায়ের করা মামলা এখনও চলমান। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি