ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

মানহীন পানি রাখার দায়ে বিএসটিআই’র জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১০, ২৮ জানুয়ারি ২০১৮

রাজধানীতে চলছে ভেজাল মেশানো পানি বিক্রির হিড়িক। জার বা বোতল জাত করে অনেকে বিএসটিআই এর অনুমোদন ছাড়াই বিক্রি করছে এসব পানি। এ ধরনের অসাধু ব্যবসায়ীদের ধরতে রাজধানীতে যৌথভাবে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে বিএসটিআই ও র‌্যাব।  

রবিবার (২৮ জানুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এর নেতৃত্বে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  

যে সকল জায়গায় অভিযান পরিচালনা করা হয় তার মধ্যে কে এস  ফুড এন্ড বেভারেজ- আক্কাসনগর, চাঁদ উদ্যান- মোহাম্মদপুর, ঢাকা; রিলায়েবল ড্রিংকিং ওয়াটার- ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, ঢাকা; স্বচ্ছ ড্রিংকিং ওয়াটার- বেড়ীবাধ, ঢাকা; অন্তর ড্রিংকিং ওয়াটার- চাঁদ উদ্যান, মোহাম্মদপুর, ঢাকা,

এসব প্রতিষ্ঠানসমূহের উৎপাদিত মানহীন ড্রিংকিং ওয়াটার বিএসটিআই’র অনুমোদন না নিয়ে অবৈধভাবে বিক্রয় ও বিতরণ করার অপরাধে বিএসটিআই অর্ডিন্যান্স, ১৯৮৫ ও ২০০৩ (সংশোধিত) এর ক্ষমতাবলে দুই লক্ষ টাকা জরিমানা, ২ জনকে তিন মাস করে কারাদন্ড প্রদান এবং প্রতিটি প্রতিষ্ঠান সীলগালা করা হয়। অপরাধীগণ তাৎক্ষণিকভাবে জরিমানার সমূদয় অর্থ পরিশোধ করেন।  

বিএসটিআই এ ধরনের অপরাধমূলক কাজ বন্ধে অরো অভিযান পরিচালনা করবে।

এসি/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি