ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

মানারাতে ক্যাম্পাস টিভির যাত্রা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ৭ ডিসেম্বর ২০২০

বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) ক্যাম্পাস টিভির যাত্রা শুরু হয়েছে। গত ৫ ডিসেম্বর আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ টিভির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমআইইউ উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম।

জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য অধ্যাপক এ.টি.এম. ফজলুল হক ও অধ্যাপক ড. মোজাম্মেল হক, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন অধ্যাপক হারুন-অর রশিদ, রেজিস্ট্রার মনিরুল ইসলাম ও তুরস্কভিত্তিক আনাতলিয়া নিউজ এজেন্সির বাংলাদেশ প্রতিনিধি কামরুজ্জামান বাবলুসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এসময় উপাচার্য বলেন, ‘ব্যবহারিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে উচ্চশিক্ষার গুণগত মানের বিবেচনায় এই টিভি স্টুডিও স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দেশের টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পের জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি সৃষ্টি করা সম্ভব হবে। প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তির হাতে এই মাধ্যম পরিচালিত হলে সমাজ তথা মানব সভ্যতার উপকার হবে। এটি অদক্ষ ও ভুল লোকের হাতে পড়লে মানব সভ্যতার ক্ষতি হতে পারে।’

‘এমআইইউ ক্যাম্পাস টিভি’র উদ্বোধন উপলক্ষে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি