ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলছে নববর্ষের কনসার্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৫, ১৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্ট শুরু হয়েছে।  বিকেল সাড়ে তিনটায় কনসার্টের সূচনা হয় বান্দরবানের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশু শিল্পীদের পরিবেশনায়। বেসিক গিটার লার্নিং স্কুলের এসব খুদে শিল্পী পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘সাংগ্রাই’ উৎসবের গান দিয়ে মঞ্চ মাতান। এরপর তারা পরিবেশন করে জনপ্রিয় গান ‘মন কী যে চায় বলো, যারে দেখি লাগে ভালো’।

পরে মঞ্চে ওঠেন ‘রাফি অ্যান্ড রকারস (আর অ্যান্ড আর)’ ব্যান্ড, যারা পরিবেশন করেন ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘সুন্দরী চলেছে একা পথে’ সহ একাধিক জনপ্রিয় গান। এরপর কণ্ঠশিল্পী পারসাসহ কয়েকজন শিল্পী সম্মিলিত কণ্ঠে গেয়ে শোনান ‘এসো হে বৈশাখ’।

কনসার্টে এরপর পর্যায়ক্রমে অংশ নিচ্ছেন মিঠুন চক্র, জালাল আহমেদ, এফ মাইনর, আতিয়া আনিসা, ইসলাম উদ্দিন পালাকার, আরজ আলী ওস্তাদ, সাগর দেওয়ান, পারসা, অ্যাশেস ব্যান্ড ও জাহিদ নিরব।

সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ, একটি মনোমুগ্ধকর ড্রোন শো। পুরো আয়োজনজুড়ে উচ্ছ্বাস ও উৎসবে ভরে উঠেছে পুরো এলাকা, নববর্ষের আনন্দে মেতেছে নগরবাসী।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি