ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মানিকগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে নিহত ১, আহত ৩

প্রকাশিত : ১৯:০৫, ২২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৩১, ২২ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে মানিকগঞ্জের সাটুরিয়ার হরগজ ইউনিয়নের চরপাড়া গ্রামে সুশান্ত নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। বৃহস্পতিবার গেলো রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানায়, গ্রামের সুশান্তের মামা মণ্টু সরকার তার ভাতিজার কাছে জমিতে হাল দেয়া বাবদ ১০ হাজার টাকা পাওনা ছিল। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বাজারে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতে কমল সরকার ও তার সহযোগীরা মন্টুর বাড়িতে হামলা চালিয়ে মারধর করতে থাকে। সেসময় সুশান্ত তাদের বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। সুশান্তকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি