ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মানিকগঞ্জে মাঝি হত্যায় ৩ জনের ফাঁসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ১৮ জুলাই ২০১৭

মানিকগঞ্জে আবদুর রাজ্জাক মল্লিক নামে এক মাঝিকে হত্যার দায়ে তিনজনের ফাঁসি হয়েছে। মানিকগঞ্জের জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান খান মঙ্গলবার এ রায় দেন।

ফাঁসির দণ্ড পাওয়া আসামিরা হলো- পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ গ্রামের আমির মোল্লার ছেলে রুবেল মোল্লা, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পিরেরচর গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম ও কার্তিক হাওলাদার নামে এক ব্যক্তি। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুস সালাম জানান, হরিরামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের আজগর মল্লিকের ছেলে আবদুর রাজ্জাক (৪০) ও লাল্টু মল্লিক দু’জন মিলে ঝিটকাবাজার এলাকায় ইছামতী নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকা চালাতেন। তারা দুইজনই এই নৌকার মালিক ছিলেন।

২০১৫ সালের ৫ অক্টোর রাজ্জাক একা নৌকা চালাতে গিয়ে নিখোঁজ হন। এর চার দিন পর ৯ অক্টোর লাল্টু অজ্ঞাত ব্যাক্তিদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। এ ঘটনায় পুলিশ তিনজনের বিরুদ্ধে আাদালতে অভিযোগপত্র দেয়। বিচারক তিনজনকেই ফাঁসির দণ্ড দিয়েছেন।

//আর//

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি