ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘মানুষ জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ২ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মানুষ জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষ লাঙ্গল প্রতীকে ভোট দিতে অপেক্ষা করছেন। আর এ কারণে জাতীয় পার্টি এবং সম্মিলিত জাতীয় জোটের নেতাকর্মীদের দক্ষতা এবং আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

আজ মঙ্গলবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নেতাদের সঙ্গে এক সভায় তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতারসহ আরও অনেকেই।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি