ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মানুষের দোরগোড়ায় ওষুধ-স্বাস্থ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে ইমেডিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৯, ২৫ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

মানুষের দোরগোড়ায় ওষুধ পৌঁছে দিতে যাত্রা শুরু করেছে অনলাইন ফার্মেসি ইমেডিক বাংলাদেশ। গুণগত, মানসম্পন্ন ও নির্ভেজাল ওষুধ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই অনলাইন ফার্মেসির যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন ইমেডিক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আল মামুন।

আল মামুন বলেন, ‘আমাদের মতো উন্নয়নশীল দেশের মানুষ উন্নত দেশগুলোর মতো অনলাইনের মাধ্যমে ওষুধ ও স্বাস্থ্যসামগ্রী কিনবে, এই চিন্তা করাটা ছিল অনেকটা সমুদ্রের বাতিঘরের মতো। তবু ওই বাতিঘরের আলোয় পথ চলার উদ্দেশ্যে আমরা কয়েকজন ফার্মাসিস্ট ও আইটি স্পেশালিস্ট মিলে অসাধ্য সাধনের চেষ্টায় নেমে পড়ি। আমাদের অনলাইন ফার্মেসিতে সব ধরনের ওষুধ ও স্বাস্থ্যসামগ্রী রয়েছে। একটা পরিবারের প্রত্যেকটা সদস্যের স্বাস্থ্য বিষয়ক সামগ্রী আমরা ডেলিভারি দিয়ে থাকি।’

ইমেডিক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন, ‘যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে তার আইনগত বিষয়গুলো পরিষ্কার থাকা দরকার। তাই প্রথমেই আমরা আইনগত কাগজপত্র এবং গ্রাহকদের যেন সঠিক সেবা দিতে পারি, তার একটা রোডম্যাপ তৈরি করে ফেলি। একটা ভালো ওয়েবসাইট মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতার জন্ম দেয়। তাই, প্রথম থেকে ওয়েবসাইটের মাধ্যমেই পথচলা শুরু করে ইমেডিক।’

আল মামুন বলেন, ‘বাংলাদেশিদের কাছে এই সমস্যাটি নতুন নয়- ওষুধের দোকানের তো অভাব নেই, কিন্তু কোথায় মিলবে সঠিক ওষুধ? এই সমস্যা সমাধানের জন্য আমরা সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে ওষুধ সংগ্রহ করি। সবসময়ই পণ্যের মান বজায় রেখে ক্রেতাদের সন্তুষ্টিকেই প্রাধান্য দিয়ে আসছে ইমেডিক। আর এই ভাবনা থেকে আমরা কখনোই বিচ্যুত হইনি। আমরা মনে করি, গ্রাহকই সবচেয়ে বড় বিচারক। তারা সবসময় বিশুদ্ধতাই বেছে নেয়।’

আল মামুন আরো বলেন, ‘বিল পরিশোধের ক্ষেত্রে আমরা গ্রাহকদের সব সুবিধা গ্রহণের সুযোগ দিয়ে থাকি। গ্রাহকরা এখানে কার্ড, বিকাশ, নগদ, ক্যাশ অন ডেলিভারি সবভাবেই তাদের পেমেন্ট করতে পারবে। আমাদের ওয়বসাইট- http://www.emedicbd.com।’

ক্রেতাদের আশ্বস্ত করে আল মামুন বলেন, ‘আমরা মনে করি, গ্রাহক বাসায় বসে তখনই নিশ্চিন্ত মনে অর্ডার করবে, যখন সে নির্ভেজাল সামগ্রী, সঠিক মূল্য ও সময়মত পণ্য হাতে পাবে। আর এ ব্যাপারে আমরা আমাদের গ্রাহকদের আশ্বস্ত করতে পারি। আমাদের কোম্পানির মূল লক্ষ্য সেখানেই।’
eMedic – Your Health 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি