ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘মানুষের মাংস খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৮, ২২ আগস্ট ২০১৭ | আপডেট: ১১:২২, ২৫ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

চার নরখাদকের বিচার শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকার এক আদালতে। এই চার জনের একজন দেশটির পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন। গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে হত্যা ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে দু`জন ঝাড়ফুঁক করার ওঝা। পুলিশের জিজ্ঞাসাবাদের আত্মসমর্পণকারী ওই নরখাদক বলেন, আমি মানুষের মাংস খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছি।

এক পর্যায়ে সে তার কাছে থাকা ব্যাগ থেকে মানুষের একটি ঠ্যাং এবং একটি হাত বের করে দেয়।

পুলিশ এরপর তাকে সাথে নিয়ে দেশটির কোয়াজুলু-নাটাল এলাকার এক বাড়িতে তল্লাশি চালিয়ে আরো কয়েকটি মানুষের অঙ্গ উদ্ধার করে। সেখান থেকে উদ্ধার করা অঙ্গগুলো একই মানুষের না বিভিন্ন জনের তা এখনও পরিষ্কার নয়।

পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, ২২ থেকে ৩২ বছর বয়সী এই চার আসামী বড় কোনো নরমাংসভোজী দলের সদস্য বলে তারা মনে করছেন।

ঐ বাড়িটিতে ফরেনসিক বিশেষজ্ঞদের পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি