ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মাভাবিপ্রবিতে দুই দিনব্যপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

প্রকাশিত : ২২:৫৫, ৮ ফেব্রুয়ারি ২০১৯

‘ভালো জীবনযাত্রার জন্য নিরাপদ পরিবেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) দুইদিনব্যপী ‘পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক ১ম আর্ন্তজাতিক সম্মেলন শুরু হয়েছে।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগের মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন এ সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনে মুল প্রবন্ধ উপস্থাপন করেন নিউজিল্যান্ডের ইউনির্ভাসিটি অব সেন্টারবুরি এর পরিবেশ রসায়নের প্রফেসর ড. ব্রেট রবিনসন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম ইমামুল হক।

এছাড়া বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের লাইফ সাযেন্স অনুষদের ডিন ও পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ.এস.এম সাইফুল্লাহ।

সম্মেলনের সভাপতিত্ব করেন উক্ত বিভাগের চেয়ারম্যান ড. মীর মো. মোজাম্মেল হক। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের আহবায়ক ড. শামীম আল মামুন।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি