ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

মাভাবিপ্রবিতে পদার্থ বিজ্ঞানে গবেষণা শীর্ষক কর্মশালা

মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৬, ২২ সেপ্টেম্বর ২০১৯

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(মাভাবিপ্রবি)পদার্থ বিজ্ঞান বিভাগের উদ্যোগে 'পদার্থ বিজ্ঞানে গবেষণা এবং একাডেমিক কেরিয়ার একটি অনুপ্রেরণা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

রোববার(২২ সেপ্টেম্বর)দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মো.আলাউদ্দিন। 

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ইমেরিটাস প্রফেসর ড.অরুণ কুমার বসাক,বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অনুষদের ডিন ড. মোহাম্মদ মোকাদ্দেছ আলী এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেন। কর্মশালার সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান খন্দকার নাজমুস সাকীব।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি