মারধরের অভিযোগে বরিশালে শ্রমিকদের সড়ক অবরোধ
প্রকাশিত : ১৫:২৭, ২১ মার্চ ২০২৩
সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের দুই শ্রমিককে মারধরের অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। প্রায় আড়াই ঘন্টা ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এতে সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
ভুক্তভোগী দুই শ্রমিক আখি আক্তার ও নুরুজ্জামান জানান, সোমবার নুরুজ্জামানের সঙ্গে অপর এক শ্রমিকের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম সরকার তাদের মানসিক নির্যাতন করেন। পাশাপাশি তাদেরকে কোন টাকা না দিয়ে চাকরিচ্যুত করেন।
বিষয়টি জানতে পেরে শ্রমিক নির্যাতনের প্রতিবাদে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল- কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে।
তবে নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম সরকার।
আর শ্রমিকরা বলছে, কথায় কথায় শ্রমিক নির্যাতন, ছাটাই করছে মালিকপক্ষ। ২০২০ সাল থেকে তারা ৬ দফা দাবি আদায়ে আন্দোলন করে আসছে। কিন্তু মালিক পক্ষ তা কর্ণপাত করছেনা।
প্রশাসনের আশ্বাসে বেলা ১১টার দিকে শ্রমিকরা সড়ক থেকে উঠে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।
এএইচ
আরও পড়ুন