মারা গেছেন অভিনয় ও আবৃত্তিশিল্পী ক্যামেলিয়া মোস্তফা
প্রকাশিত : ১২:৫৯, ১৭ জুলাই ২০২৪
অভিনেত্রী ও আবৃত্তিশিল্পী ক্যামেলিয়া মোস্তফা আর নেই। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা সাজু খাদেম।
রাত সোয়া ৮টায় ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে এক স্ট্যাটাসে অভিনেতা সাজু খাদেম লেখেন, চলে গেলেন অভিনয় ও আবৃত্তি শিল্পী ক্যামেলিয়া। এছাড়া সংবাদমাধ্যমকে তিনি জানান, সকালে ঢাকার মহাখালীর একটি হাসপাতালে মৃত্যু হয়েছে ক্যামেলিয়া মোস্তফার।
ক্যামেলিয়া মোস্তফা একসময় আবৃত্তি করতেন, অভিনয় করতেন। পরে তিনি বিদেশে পাড়ি জমান। কিছুদিন ধরে দেশেই ছিলেন তিনি।
অভিনেত্রীকে সবাই প্রয়াত অভিনেতা গোলাম মুস্তাফার মেয়ে ও সুবর্ণা মুস্তাফার বোন হিসেবে জানলেও তার বাবা দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক শামসুদ্দীন আবুল কালাম। কন্যা ক্যামেলিয়ার জন্মের পর স্ত্রী হোসনে আরা বিজুর সঙ্গে ডিভোর্স হয়ে যায় তার। পরে তাকে বিয়ে করেন প্রখ্যাত অভিনেতা গোলাম মুস্তাফা। তারপর থেকে মুস্তাফা পরিবারেই বড় হয়েছেন ক্যামেলিয়া।
এসিব/