ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মারা গেছেন কবি নজরুলের পুত্রবধূ উমা কাজী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ১৬ জানুয়ারি ২০২০

দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি বুধবার রাত সাড়ে ৮টায় রাজধানীর বনানীতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। উমা কাজী তার দুই মেয়ে খিলখিল ও মিষ্টি কাজীকে রেখে গেছেন। বেশ কিছু দিন ধরে তিনি হৃদযন্ত্রের জটিলতাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার জোহরের নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে উমা কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রসঙ্গত, উমা কাজীর স্বামী অর্থাৎ নজরুলের বড় ছেলে সব্যসাচী কাজীর মৃত্যু হয় ১৯৭৯ সালে। কবি নজরুল ইসলামের সঙ্গেই তার পরিবার কলকাতা থেকে ঢাকায় চলে আসে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি