মারা গেছেন মুনতাসীর মামুনের মা জাহানারা খান
প্রকাশিত : ১৪:১৪, ১০ জানুয়ারি ২০২১
বার্ধক্যজনিত কারণে গণহত্যা জাদুঘরের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুনের মা জাহানারা খান (৮৭) গতকাল শনিবার রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি তিন ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। জাহানারা কচুয়া-৩ আসনের প্রয়াত সাংসদ মিসবাহউদ্দীন খানের স্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ভাবি।
জাহানারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। এরই মধ্যে গত বছরের এপ্রিলে তিনি করোনায় আক্রান্ত হন। দুই সপ্তাহ আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যান তিনি। গতকাল সন্ধ্যায় বাদ মাগরিব জানাজা শেষে চাঁদপুরের কচুয়ার গুলবাহার গ্রামের নিজ বাড়িতে তাকে দাফন করা হয়েছে।
জাহানারার মৃত্যুতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষে শোক জানিয়েছেন বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, বিচারপতি শামসুল হুদা, বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী, অধ্যাপক অনুপম সেন, কথাশিল্পী হাসান আজিজুল হক, শিল্পী হাশেম খান, রফিকুন নবী, অধ্যাপিকা পান্না কায়সার, অধ্যাপিকা মাহফুজা খানম, অধ্যাপক কাজী কামরুজ্জামান, ক্যাপ্টেন আলমগীর সাত্তার বীরপ্রতীক, ক্যাপ্টেন সাহাবউদ্দিন আহমেদ বীরউত্তম, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আবদুর রশীদ, ডা. আমজাদ হোসেন, ড. নুরন নবী, সাংবাদিক শাহরিয়ার কবির, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, শহীদ জায়া সালমা হক, সমাজকর্মী আরমা দত্ত এমপি, কলামিস্ট সৈয়দ মাহবুবুর রশিদ, শিক্ষাবিদ মমতাজ লতিফ, অধ্যাপক আবুল বারক আলভী, সমাজকর্মী কাজী মুকুল এবং ইতিহাস সম্মিলনীর পক্ষে ড. মাহাবুবুর রহমান, ড. চৌধুরী শহীদ কাদের, স্বদেশ রায় প্রমুখ।