মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন ২৯ আগষ্ট
প্রকাশিত : ১৪:৫১, ২৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৫১, ২৪ আগস্ট ২০১৬
আগামী ২৯ আগষ্ট একদিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তার এই সফরে দুইদেশের সম্পর্কের সকল দিক-সহ আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রাজধানীতে এক সেমিনার উদ্বোধন অনুষ্ঠানে শেষে সাংবাদিক এ কথা জানান তিনি। দুর্নীতি ও সন্ত্রাসবাদ মোকাবেলা করতে পারলে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জ বাস্তবায়ন করা সম্ভব বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
রাজধানীর বিস মিলনায়তনে ‘‘বাংলাদেশে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের চ্যালেঞ্জসমূহ এবং নীতিগত উপায়’’ শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রাটেজিক স্টাডিজ।
এতে যোগ দেন অর্থনীতিবিদ, বিভিন্ন মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা, সামরিক বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি।
আলোচনায় বক্তারা বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বা (এসডিজি) অর্জনের চ্যালেঞ্জ বাস্তবায়নে দক্ষতা অর্জন, শিক্ষা ও অর্থনীতির ওপর নজরদারী বাড়াতে হবে।
তবে এসডিজি অর্জনের পথে বাংলাদেশ এগিয়ে চলেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবারে জন কেরির বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
সাড়ে তিন বছর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত নেয়ার পর এবারই প্রথম বাংলাদেশে আসছেন জন কেরি। সংক্ষিপ্ত সফরে তিনি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
আরও পড়ুন