ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

মার্কিন বিমানবাহী রণতরী ধ্বংস করতে উত্তর কোরিয়া প্রস্তুত বলে হুমক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৭, ২৩ এপ্রিল ২০১৭

কোরিয় উপদ্বীপ অভিমুখে যাত্রা করা মার্কিন বিমানবাহী রণতরী ধ্বংস করতে প্রস্তুত বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।
স্থানীয় সময় রোববার দেশটির ক্ষমতাসীন দলের সংবাদ মাধ্যমের প্রথম পাতায় প্রকাশিত হয় এ খবর। এতে বলা হয়, মাত্র একটি হামলার মাধ্যমেই মার্কিন রণতরী ডুবিয়ে দিতে সক্ষম তারা। আর এর মাধ্যমে নিজেদের সামরিক ক্ষমতাও বুঝিয়ে দেয়া সম্ভব হবে বলে উল্লেখ করা হয়। এদিকে মার্কিন রণতরীর বহরে যোগ দিয়েছে জাপানের দুটি রণতরী। এরইমধ্যে প্রশান্ত মহাসাগরের পথে রওয়ানা দিয়েছে জাহাজ দুটি। আগামী কয়েকদিনের মধ্যে কোরিয় উপদ্বীপে পৌঁছবে মার্কিন রণতরীর বহর।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি