ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

মার্চে উৎপাদনে যাচ্ছে সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্র (ভিডিও)

রফিকুল বাহার, চট্টগ্রাম থেকে

প্রকাশিত : ১০:৪৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

দেশের প্রথম সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে যাচ্ছে মার্চে। ৫০০ মেগাওয়াট দিয়ে শুরু হলেও ক্রমশ তা পৌঁছাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। স্বাধীনতার মাসে এসএস পাওয়ারের এ অর্জন বিদ্যুৎ সেক্টরের অভূতপূর্ব সাফল্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বঙ্গোপসাগরের তীরে চট্টগ্রামের বাঁশখালী উপকূলে গড়ে উঠেছে এসএস পাওয়ার। উদ্বোধনের অপেক্ষায় গুণছে প্রহর। যা থেকে জাতীয় গ্রিডে যোগ হবে নতুন শক্তি। এরইমধ্যে ভৌত অবকাঠামো থেকে শুরু করে বৈদ্যুতিক যন্ত্রপাতি বসানোর কাজ শেষ করেছে এসএস পাওয়ারের সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ।

ইতোমধ্যে পৌনে এক কিলোমিটার অবকাঠামো তৈরি করেছে কর্তৃপক্ষ। জাহাজের কয়লা যা থেকে সরাসরি এসে পৌঁছাবে এসএস পাওয়ারে। 

১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এসএস পাওয়ারে বিনিয়োগ হয়েছে প্রায় ২৮ হাজার কোটি টাকা। বাংলাদেশ ও চীন যৌথভাবে অর্থায়ন করেছে সুপারক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ারে। আর এই বিনিয়োগের ৭০ শতাংশের মালিক এদেশের ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। 

এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু বলেন, “এটি বিশাল একটা ইকোনমি হাব হবে।”

রোববার এসএস পাওয়ার পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। ঘোষণা দেন আসন্ন মার্চে কিভাবে উৎপাদনে যাবে। 

তৌফিক এলাহী বলেন, “সামনেই রমজান মাস, গরম শুরু হবে এবং ঈদের বাজার। সুতরাং যদি মার্চের মধ্যে উৎপাদনে আসা যায় তাহলে বিরাট সুবিধা হবে।”

উৎপাদন কাজ ত্বরান্বিত করতে সাত হাজার দেশি-বিদেশে কর্মকর্তা আর কর্মচারী কাজ করছেন এসআলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ারে। সম্পূর্ণ দূষণমুক্ত কেন্দ্রটিতে ক’মাসের মধ্যে কর্মস্থান হবে প্রায় দেড় হাজার লোকের। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি