ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

মার্তিনেস-লেভানদস্কির গোলে বায়ার্নের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ২৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:৪০, ২৪ অক্টোবর ২০১৮

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে এইকে অ্যাথেন্সের মাঠে একটি করে গোল করেছেন জাভিয়ের মার্তিনেস এবং রবার্ট লেভানদস্কি। আর তাতে চালকের আসনে বসার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি বায়ার্ন মিউনিখকে।

মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে ৩ মিনিটের জোড়া লক্ষ্যভেদে ২-০ গোলে জিতেছে নিকো কোভাকের শিষ্যরা। এ নিয়ে ইউরোপের প্রতিযোগিতায় গ্রিসের দলের ওপর আধিপত্য ধরে রাখল পাঁচবারের চ্যাম্পিয়নরা।

টানা দুই ম্যাচ হেরে আসা অ্যাথেন্স নিজেদের মাঠে খেলতে নেমে প্রথমার্ধে বুন্ডেসলিগার চ্যাম্পিয়নদের দারুণভাবে আটকে রেখেছিল। প্রথমার্ধের সেরা সুযোগটি লেভানদস্কি নষ্ট করেন ম্যাচের ২৬তম মিনিটে। বাঁ দিক থেকে স্পেনের মিডফিল্ডার তিয়াগো আলকানতারার বাড়ানো বল দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যাওয়ার আগে দরকারি টোকা দিতে পারেননি পোল্যান্ডের এই ফরোয়ার্ড। এর পর জিনাবরি সুযোগ নষ্ট করলে প্রথমার্ধে গোলশূন্য থাকে অতিথিরা।

বিরতি থেকে ফিরে বায়ার্নের গোলের অপেক্ষা ফুরোয় ৬১তম মিনিটে। বাঁ দিক থেকে মাটস হুমেলসের বাড়ানো বলে রবেনের নেওয়া শট ফিরে আসার পর ফিরতি বলে দারুণ ভলিতে গোলমুখ খোলেন জাভিয়ের মার্তিনেস।

এর পর ম্যাচের ৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি গ্রুপ পর্বে দ্বিতীয় জয় অনেকটাই নিশ্চিত করে নেয় জার্মানির দলটি। রাফিনিয়ার আড়াআড়ি পাস গোলরক্ষক আটকাতে ব্যর্থ হলে পেয়ে যান লেভানদস্কি। ফাঁকা পোস্টে সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি তিনি।

যোগ করা সময়ের প্রথম মিনিটে আরেকবার বারকাস রুখে দেন বায়ার্নকে। তাতে টানা তিন ম্যাচ হারলেও তৃতীয়বার ৩-০ গোলে হার এড়ায় স্বাগতিকরা। শেষ দিকে ব্যবধান বাড়াতে না পারলেও সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি