মার্শাল আর্ট প্রশিক্ষণ নিচ্ছে কুষ্টিয়ার ছাত্রীরা
প্রকাশিত : ০৯:২৬, ২৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৮, ২৮ মার্চ ২০১৭
ইভটিজিং ও নানারকম হয়রানিসহ সামাজিক নিপীড়ন থেকে বাঁচতে মার্শাল আর্ট প্রশিক্ষণ নিচ্ছে কুষ্টিয়ার মিরপুরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরা। প্রশিক্ষণ নিয়ে তাদের মনোবল আর আত্মবিশ্বাস এখন তুঙ্গে। মেয়েদের এই চেষ্টায় খুশী অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকরা। মানসিক সমর্থনের পাশাপাশি সব সহযোগিতাও দিচ্ছেন তারা। মার্শাল আর্ট প্রশিক্ষণ নিয়ে সব ধরণের নির্যাতন প্রতিরোধে তৈরি হচ্ছে কুষ্টিয়ার কিশোরীরা। দেশের বিভিন্ন স্থানে নানাভাবে নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন নারীরা। নতুন নতুন আইন কিংবা প্রশাসনের তৎপরতাও ঠেকাতে পারছেনা নারীর প্রতি সংহিসতা। তাইতো আত্মরক্ষায় মার্শাল আর্ট শিখছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা। প্রশিক্ষণ পেয়ে দারুণ খুশি মেয়েরা। প্রশিক্ষণের পাশাপাশি হয়রানি রোধে শ্রেণীকক্ষে বিশেষ পাঠদানও করা হচ্ছে। একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ছাত্রীদের প্রশিক্ষণ ও পাঠদানের ব্যবস্থা করেছে। এরকম উদ্যোগে খুশি শিক্ষক ও অভিভাবকরা। এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে নিপীড়নের বিরুদ্ধে ছাত্রীরা রুখে দাঁড়াতে পারবে বলে মনে করছেন অনেকেই।
আরও পড়ুন