ঢাকা, মঙ্গলবার   ৩১ ডিসেম্বর ২০২৪

মার্সেল মার্সোর স্মরণে পথমূকাভিনয় পরিষদের সেমিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ২৩ সেপ্টেম্বর ২০২২

বিশ্বনন্দিত মূকাভিনয়শিল্পী মার্সেল মার্সো স্মরণে বিশেষ সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদ। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সম্মেলন কক্ষে শুক্রবার বিকাল ৪টায় এ সেমিনার অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের উপদেষ্টা জাহিদ রিপনের সভাপতিত্বে সেমিনারে ‘বাংলাদেশের নাট্যচর্চার ও নাট্যশিক্ষার প্রেক্ষিতে মূকাভিনয়শিল্প/চর্চার অবস্থান’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন থিয়েটারকর্মী কাজী রোকসানা রুমা এবং শিল্প ও সহিংসতা গবেষক, চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ পাভেল নীল। 

প্রবন্ধের ওপর আলোচনা করবেন- নাট্যজন লাকী ইনাম, মূকাভিনয়জন শুভাশীষ ভৌমিক, ড. কামাল উদ্দিন কবির, ড. খন্দকার তাজমি নূর এবং ড. সুদীপ চক্রবর্তী। সেমিনারে সূচনা বক্তব্য এবং সঞ্চালনা করবেন বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের চেয়ারম্যান রিজোয়ান রাজন। 

সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করবেন সেক্রেটারি জেনারেল সোহাগ আশরাফ।

সংগঠনের সভাপতি রিজোয়ান রাজন বলেন, “মার্সেল মার্সো বিংশ শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় মূকাভিনেতা; যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসি বাহিনীর কন্সেনট্রেশন ক্যাম্প থেকে ইহুদি শিশু-কিশোরদের মূকাভিনয় দেখিয়ে পালিয়ে যেতে সহায়তা করেছিলেন। মার্সো বছরের ৩৬৫ দিন মূকাভিনয় করে ইতিহাসে গড়েছেন। এ মহান শিল্পীর প্রয়াণ দিবসে বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদ দিনটিকে স্মরণে রেখে অনুষ্ঠানের আয়োজন করেছে। সেমিনার অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।”

তিনি বলেন, “পথমূকাভিনয় পরিষদ বিশ্বাস করে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও লোক ঐতিহ্যের ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী নাট্যআঙ্গিকের মত মূকাভিনয়েরও একটি দেশজ শিল্পরূপ বিনির্মাণ জরুরী। এছাড়া জাতীয়তাবাদ, মুল্যবোধ ও মুক্তচিন্তার বিষয়কে মূকাভিনয়ের প্রাসঙ্গিক করে তোলা সংগঠনটির অন্যতম লক্ষ্য।”
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি