ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মালঞ্চের ৪০ বছর পূর্তি উৎসবের জমকালো প্রস্তুতি

প্রকাশিত : ১৮:১৩, ২৫ এপ্রিল ২০১৯

পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১ মে (বুধবার) পটিয়া খাসমহলস্থ কর্ণফূলী কমিউনিটি সেন্টার সবুজ চত্বরে দিনব্যাপি বইমেলা, গুণীজন সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, প্রীতি ম্যাচসহ নানা আনন্দ আয়োজনের প্রস্তুতি চলছে।

এ প্রসঙ্গে মালঞ্চের সাধারণ সম্পাদক শিবুকান্তি দাশ জানিয়েছেন, এবারে মালঞ্চ গুনীজন সম্মাননা পাচ্ছেন ‘বঙ্গবন্ধু’ শব্দের প্রবক্তা মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক ও বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান শিশুসাহিত্যি ও সাংবাদিক রাশেদ রউফ।

মালঞ্চ সংগঠকদের  মধ্যে সম্মাননা পাচ্ছেন চিকিৎসক ডা. দিলীপ ভট্টচার্য্য, শিক্ষাবিদ অধ্যাপক আবদুল আলীম ও লেখক গবেষক মুহাম্মদ শামসুল হক। এছাড়া নানা উদ্দীপনামূলক অনুষ্টানের ব্যাপক প্রস্তুতি কাজ এগিয়ে চলছে। পুরোদিন মালঞ্চ পরিবারের সদস্যরা যাতে আনন্দে ভাসে তার জন্য নানা আয়োজন রাখা হয়েছে। এ উপলক্ষে প্রকাশ করা হবে  ইতিহাস ভিত্তিক সংকলন ‘মালঞ্চ’।

অনুষ্ঠানের প্রথম পর্বে বুধবার সকাল ৯টায় সূচনা করবেন জাতীয় সংসদের মাননীয় হুইপ শামসুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।

বিকাল  ৩টায় দ্বিতীয় পর্বে উদ্ভোধন করবেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. মাহবুবুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবে পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ।

অনুষ্ঠানে অংশ নিয়ে আগ্রহী সাহিত্য সংস্কৃতিপ্রেমীগণ  নিধারিত ফরমে নিবন্ধন করতে পারেন। নিবন্ধনের জন্য যোগাযোগ আবদুর রহমান রুবেল ০১৮৪০০২৪১৮৫।

কেআই/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি