ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মালদ্বীপে জরুরি অবস্থা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২১, ৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২২:২২, ৫ ফেব্রুয়ারি ২০১৮

আদালত-সরকার দ্বন্দ্বে উত্তেজনার মধ্যে মালদ্বীপে ১৫ দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন। আইনমন্ত্রী আজিমা শাকুর এ খবর নিশ্চিত করেন।

প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম মুয়াজ আলিও এ খবর নিশ্চিত করে বলেন, সংবিধানের অনুচ্ছেদ ২৫৩ তে দেওয়া প্রেসিডেন্টের ক্ষমতা বলে সোমবার থেকে আগামী ১৫ দিনের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

গত বৃহস্পতিবার মালদ্বীপের সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নাশিদ এবং বিরোধী দলের ১২ এমপিকে সন্ত্রাসবাদের অভিযোগে বিচার করে কারাদণ্ড দেওয়াকে ‘অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ বর্ণনা করে তাদের মুক্তি দেওয়ার নির্দেশ দেন।

আদালতের ওই রায়ের পর বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি মালদ্বীপের ৮৫ সদস্যের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হয়। প্রেসিডেন্ট ইয়ামিন সুপ্রিম কোর্টের আদেশ মানবে না বলে জানিয়ে দিয়ে অনির্দিষ্টকালের জন্য পার্লামেন্টের কার্যক্রম স্থগিত করে দেন।

তথ্যসূত্র: আল-জাজিরা, টাইমস অব ইনডিয়া।


এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি